লকডাউন শুধু শহরে নয়, গ্রামেও কঠিন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, দিনদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। সেজন্য সরকার সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। নিজেদের জীবনের স্বার্থে এ সিদ্ধান্ত সবার মানা উচিত। যারা সরকারের নির্দেশনা মনবে না তাদের আইনের আওতায় আনা হবে।
সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিন শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলে জেলা প্রশাসক।
এ সময় তিনি সরকারি নির্দেশনা মতে লকডাউনবিধি মেনে চলতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
লকডাউনের প্রথম দিনে দুপুরে শহরের আইবিপি মাঠ, নিউ মার্কেট, বাজারঘাটা এলাকা পরিদর্শন করেন ডিসি মো. মামুনুর রশীদ।
পরিদর্শনকালে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রাশাসক মো. আমিন আল পারভেজ, ব্যবসায়ী নেতা মোস্তাক আহমদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।
উখিয়া কন্ঠ /শ/ই