উখিয়া রেঞ্জের আওতাধীন সদর বনবিটের মধুরছড়া এলাকায় বনবিভাগের অভিযান চালিয়ে ৫ একর জবরদখলকৃত সরকারি বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ৷
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া সহকারি বন সংরক্ষক গাজী শফিউল আলমের নেতৃত্বে এই অভিযান চালিয়ে এই সরকারি বনভূমি উদ্ধার করা হয়।জানা যায়, উখিয়ার এক প্রভাবশালী দীর্ঘদিন যাবত গহীন অরণ্যে উদ্ধারকৃত বনভূমি জবরদখল করে রাখে। যার মূল্য কোটি টাকার উপরে।এ ব্যাপারে গাজী শফিউল আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে জবরদখলকারীদের কবল থেকে ৫ একর সরকারি বনভূমি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে অভিযোগকারী/অভিযুক্ত ব্যক্তি কাউকে পাওয়া যায় নি। তবে উদ্ধারকৃত বনভূমি শামীম নামের এক ব্যক্তি জবরদখল করে রেখেছিলো বলে লোকজনের নিকট থেকে নিশ্চিত হওয়া যায়। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
অভিযানে বিট কর্মকর্তা, বনবিভাগের কর্মী, ভিলেজার সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।