কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের উওর নয়াপাড়া থেকে ১ লাখ ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার গোয়েন্দা পুলিশ। এসময় কাউকে আটক করতে পারেনি।
৮মার্চ সোমবার রাত আট টার সময় এ অভিযান চালানো হয়।
জানা যায়, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভাড়া বাস থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। বাড়ির মালিক বার্মাইয়া মৌলভী নামে পরিচিত। তিনি দুবাই প্রবাসী মাঝে মধ্যে বেড়াতে আসেন এদেশে। কিন্তু কয়েক মাস পরপর ভাড়াটিয়া আসে আর যায়। এই বাড়িতে কোন ভাড়াটিয়া দীর্ঘদিন থাকে না।,একই এলাকার হাবিব উল্লাহ ড্রাইভার নামের এক লোক উক্ত বার্মাইয়া মৌলভীকে জমি বিক্রী করে দীর্ঘ ৮/১০ বছর আগে। সেই থেকে বার্মাইয়া মৌলভী দেশে বিদেশে ঘুরে বেড়ান এবং তার পরিচিত অপরিচিত বিভিন্ন ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দিয়ে থাকেন।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মো: আলী সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি।