লামা বনবিভাগের মাতামুহরী রেন্জের সংরক্ষিত বনের ভিতরে ধর্মীয় প্রতিষ্টানের নাম দিয়ে অবৈধভাবে নির্মিত ঘরটি ভেঙে দেয়া হয়েছে।কতিপয় সন্ত্রাসী বন বিভাগের অনুমতি ছাড়া রির্জাভ বনের ভিতরে ধর্মীয় প্রতিষ্টানের নামে জায়গা দখল করায় এ ঘরটি ভেঙে দেয়া হয়েছে।
এ ব্যাপারে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, আমরা কোন গির্জা ভাঙ্গিনি। আমরা সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা ভেঙ্গেছি মাত্র। মাতামূহুরী রিজার্ভে কোন স্থাপনা তৈরী করতে বন বিভাগের অনুমতি লাগে।
সন্ত্রাসীরা অবৈধ স্হাপনা নির্মানে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি। তিনি আরো জানান, তিন চারটি ত্রিপুরা ঘর নিয়ে গির্জা তৈরী করার কোন প্রয়োজন নেই। ঐখানে কোন গির্জা নেই আছে শুধু সন্ত্রাসী।