“মুজিববর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা অনুযায়ী আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন-গৃহহীন পরিবারকে দেয়া হতে যাচ্ছে ঘর ও দলিল।
আজ শনিবার আনুষ্ঠানিকভাবে যা প্রদান করবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলা এবং উপজেলায় উপকারভোগিদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী মাসের মধ্যেই বরাদ্দ করা হবে আরও ১ লাখ ঘর। সেই হিসেবে উখিয়ায় ১০০টি ঘরের মধ্যে কাল ৩৫ গৃহহীন পরিবার মুজিববর্ষের উপহার হিসেবে গৃহহীন প্রতিটি পরিবার পাবেন ২ শতাংশ খাস জমির মালিকানা এবং দু’কক্ষ বিশিষ্ট একটি ঘর প্রদানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
দেশের ভূমিহীন ও গৃহহীন প্রায় ৯ লাখ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এবার মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহ ও ভূমিহীন এসব পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে সরকার।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি৷ প্রধান অতিথি উখিয়ায় উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আকতার।