উখিয়া উপজেলার থাইংখালীতে ৪৯তম বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বশেষ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে পুরস্কার বিতরণ পর্ব বাকি রয়েছে।রবিবার (২৭ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত থাইংখালী খেলোয়াড় সমিতির আয়োজনে ৩ দিন ব্যাপি ক্রীড়ার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সমাজ থাইংখালীর উপদেষ্টা এড. এম.এ মালেক।টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ, থাইংখালী খেলোয়াড় সমিতির সভাপতি সোলতান আহমেদ, মাষ্টার নুরুল আক্তার সিকদার, সরওয়ার আলম টিটু ও ঘুমধুম ক্রীড়া পরিষদের আহ্বায়ক ছৈয়দুর রহমান হীরা সহ সংগঠনের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন থাইংখালী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন কক্সবাজার জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য মোজাম্মেল হক ও কায়সার মুবিন। উল্লেখ্য, ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ক্রীড়ায় ছিল ভলিবল, মার্বেল, চার্বা, ডাংগুলি, মোরগ লড়াই, দৌড় ১০০ মিটার, দৌড় ২০০ মিটার, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, হাড়ি ভাঙ্গা, বিস্কিট খেলা, ঝুড়ি বল ও চেয়ার চক্র।এ দিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনক্ষণ ধার্য্য করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি।