কক্সবাজারের উখিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধা দুদু মিয়া পাশে দাঁড়িয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাব সদস্যরা।
২৮ নভেম্বর (শনিবার) বিকেল ৪টার দিকে হলদিয়াপালং পাতাবাড়িস্থ জাতির শ্রেষ্ঠ সন্তান দুদু মিয়াকে দেখতে ছুটে যান ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’এর সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য রিদুয়ান৷
এ সময় আবেগাপ্লুত কন্ঠে মুক্তিযোদ্ধা দুদু মিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের কারণে আজকে উখিয়ার ইউএনও, এসিল্যান্ড আমাকে দেখতে আসেন এবং সরকারি প্রদত্ত একটি ঘরসহ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সাংবাদিক ইমরুল কায়েস, শফিক আজাদ, শরীফ আজাদ তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে “ভাঙ্গা টিন আর ত্রিপলের ছাউনির নিচে বসবাস জাতির এই শ্রেষ্ঠ সন্তান” শীর্ষক স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের নজরে পড়লে তিনি উখিয়া উপজেলা নির্বাহী অফিসারকে মুক্তিযোদ্ধা দুদু মিয়ার বাড়িতে গিয়ে খোজখবর নিতে বলেন। এর পরপরই আজ শনিবার উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান পরিদর্শনে যান।