রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ফারদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের সামনে সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।তবে আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
পুরো বস্তি এলাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করছেন। টর্চ লাইট, পানি সরবরাহসহ নানাভাবে মানুষ সাহায্য করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নারী শিশুদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।বস্তিবাসী আগুনের পোড়ার হাত থেকে নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার শেষ চেষ্টা করছেন।