কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকা থেকে ৫ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান, র্যাব-১৫।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জানারঘোনায় অভিযান পরিচালনা করে সর্বমোট ৫ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূ্ল্য ২৮ লক্ষ ৭০ হাজার টাকা প্রায়।আটক মাদক ব্যবসায়ী সদরের ঝিলংজা ইউনিয়নস্থ উত্তর জানারঘোনার হাবিবুল্লাহ’র পুত্র নাছির উদ্দিন (২৩)
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে জানান এই র্যাব কর্মকর্তা।