বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। এরই মধ্যে ক্লাবকে জানিয়েও দিয়েছেন বিষয়টি। আগামী বছর জুনে তাঁর চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও আর বার্সায় থাকতে চান না তিনি। চলতি বছরেই দলবদল করবেন বলে জানিয়ে দিয়েছেন মেসি।চুক্তির একটি শর্ত আছে, ক্লাবের সঙ্গে ঝামেলা না মেটালে ফিফা থেকে শাস্তি পেতে পারেন মেসি। নিষিদ্ধও হতে পারেন তিনি।বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি অনুযায়ী তাঁর রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। কোনো ক্লাব যদি তাঁকে দলে নিতে চায়, তাহলে বার্সেলোনাকে এই বিপুল পরিমাণ অর্থ দিতে হবে। এরপর আলাদা করে মেসির সঙ্গে চুক্তি করতে হবে। এই মুহূর্তে বিশ্বের কোনো ক্লাবের পক্ষেই তা সম্ভব নয়।
অবশ্য অন্য একটি সুযোগ আছে। বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়ার কথা আগামী বছর জুনে। শর্ত অনুযায়ী, চুক্তি শেষ হওয়ার এক বছর আগে ‘রিলিজ ক্লজ’ কমে হবে ৩০০ মিলিয়ন ইউরো হবে। মেসির চুক্তিতে আরো একটি বিশেষ শর্ত রয়েছে। মেসির সঙ্গে তা নিয়ে কিছুটা বিবাদ শুরু হয়েছে ক্লাবের।
এই চুক্তি অনুযায়ী, প্রতি বছর মৌসুম শেষ হওয়ার দিন, ৩১ মের মধ্যে ক্লাবের কাছে আবেদন জানালে বার্সা তাঁকে ছেড়ে দেবে। ২০২০ সালে তা শেষ হয়ে গেছে। এখন মেসি সেই আবেদন জানালেও মানতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি, সেই সময়সীমা পেরিয়ে গেছে।