উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া রেজুখালের ভাঙ্গনের বিলীনের পথে চলাচলের রাস্তা সহ বসতভিটা। সরেজমিনে দেখা যায়, রেজুখালের বর্ষার পানির স্রোতে ভাঙ্গনের কবলে পড়ে খালে বিলীন হয়ে যাচ্ছে চলাচলের রাস্তাটি। শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি বিলীন হয়ে যাওয়ার পথে। দূর্ভোগে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
চরপাড়া এলাকার শামশুল আলম মাঝি জানান,দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে আছে একমাত্র চলাচলের রাস্তাটি। তীব্র ভোগান্তি নিরসনে রাস্তাটি সংস্কার করে খালের ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাজসেবক মোঃ আবু তাহের মিস্ত্রি জানান,বর্ষার স্রোতে খালের ভাঙ্গনের ফলে বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় দিনাতিপাকরছে শতাধিক পরিবার। বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়ে খালপাড় হয়ে যাতায়াত করে। খালের ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বেড়িবাঁধ নির্মাণ করে যাতায়াতের উপযোগী রাস্তা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।কলেজছাত্র কপিল উদ্দিন ও ইমরান হোসেন রিফাত জানান, পানির প্রবল স্রোতের কারণে যাতায়াতের রাস্তাটি খালগর্ভে বিলীন প্রায়। একমাত্র যাতায়াতের পথটি বিলীন হওয়ার পথে তাদের দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে বলে জানান।
এমন ঝুকিপূর্ণ অবস্থায় যাতায়াত সহ বসবাস করছেন খালপাড়ের শতাধিক পরিবার।
জনগুরুত্বপূর্ণ চলাচলের পথসহ বসতভিটা খালগর্ভে বিলীনের আশঙ্কা নিয়ে দুঃশ্চিতায় দিনাতিপাত করছে উক্ত এলাকার বাসিন্দারা।