কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া হারুন মার্কেট এলাকায় সোমবার রাত ১১ টার সময় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী।
এসময় মাটিসহ একটি ডাম্পার আটক করা হয়। ডাম্পার চালক সালাউদ্দিন (২৫) এর দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর আওতায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।মো. নিকারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এবং এ বিষয়ে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।