নেত্রকোণার মদন উপজেলার উচিতপুরে হাওরে নৌকাডুবিতে পর্যটকদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ বুধবার এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তিনি নৌকা ডুবিতে জীবিত উদ্ধারকৃতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বুধবার আনুমানিক দুপুর ১২টা ২০মিনিটে মিনি কক্সবাজার খ্যাত উচিতপুরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে পর্যটকবাহী নৌকা ডুবে যায়। নৌকাটিতে সর্বমোট ৫২জন পর্যটক ছিলো। তারা ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে পিকনিকে এসেছিলো।
ফায়ার সার্ভিস ১৫টি এবং স্থানীয় লোকজন ২টি,মোট ১৭টি মৃতদেহ উদ্বার করেছে।