উখিয়া উপজেলার ০৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষায় হতদরিদ্রের মাঝে এলজিএসপি-৩ ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দকৃত কোভিড-১৯ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ২০০ জন উপকারভোগীর মাঝে এই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি জনকে ৫ টি সার্জিক্যাল মাস্ক, ৫ টি সাবান, ব্লিচিং পাওডার ১ কেজি ও ১ টি করে ব্যাগ প্রদান করা হয়।
বিতরণকালে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী তাদের উদ্দেশ্যে বলেন,”কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই প্রদানকৃত স্বাস্থ্য সামগ্রীর যথাযথ ব্যবহার করে নিজেকে ও পরিবারের সবাইকে সুরক্ষিত রাখতে হবে।”
উক্ত বিতরণী অনুষ্ঠান পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর চৌধুরীর সভাপতিত্বে ও সচিব আবু সুফিয়ানের পরিচালনায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের অন্যান্য ব্যক্তিবর্গ।