Logo
নোটিশ :

আমাদের ভুবনে আপনাকে স্বগতম>>তথ্য নির্ভর সংবাদ পেতে  সাথে থাকুন  ধন্যবাদ।

বাঁধনহারা..!

আলমগীর মাহমুদ / ১৭৯ বার
আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

ছবির মানুষটি বাঁধনহারা হয়ে গেল ! যাদের বাঁধনে উনি ছিলেন তারা জীবনে একবার টের পেয়েছে বাঁধনহারার ভার কি!

জহির । সর্বস্তরের জহির স্যার । পেশায় শিক্ষক। জন্মঠিকানা ঘুংধুম । নাইক্ষ্যংছড়ি বান্দারবান ।

ঘরের ভাত খেয়ে বনের মোষ তাঁড়ানোর মানুষ । কারো মুখে হাসি ফোঁটাতে নিজ চামড়ায় অপরের জুতা সেলাই করে পরিয়ে দেবার মানুষ ।

কোন সীমারেখার দেয়ালে ছিল না আটকানো । উওর দক্ষিন, পূর্ব পশ্চিম এই চৌহদ্দি ছিল উনার ভালবাসার সীমানাঘর।

ভক্তকূলে ঘুমহারা করে চিরঘুমে শায়িত হলেন আমাদেরই জহির ভাই…!

জহির ভাই, আপনি ঘুমান..শান্তিতে ঘুমান। আমরা পৃথিবীবাসী আপনারে মূল্যায়ন করতে পারলাম না !!

লেখকঃ- বিভাগীয় প্রধান। সমাজবিজ্ঞান বিভাগ উখিয়া কলেজ কক্সবাজার।
alamgir83cox@gmail. com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর