Logo
নোটিশ :

আমাদের ভুবনে আপনাকে স্বগতম>>তথ্য নির্ভর সংবাদ পেতে  সাথে থাকুন  ধন্যবাদ।

মহেশখালীর চিংড়ি ঘেরে আত্মগোপন ছিলেন প্রতারক সাহেদ

মহেশখালী প্রতিনিধি: / ২৩০ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

রিজেন্ট হাসপাতালের মালিক আলোচিত প্রতারক সাহেদ করিম গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছিল কক্সবাজারে মহেশখালীতে। সাহেদ গ্রেফতারের পর র‍্যাবের বারত দিয়ে বিভিন্ন মিডিয়ায় এমন খবর প্রকাশিত হয়েছে।
এর পর থেকে আলোচিত প্রতারক সাহেদ কে নিয়ে মহেশখালী জুড়ে চলছে তুমুল আলোচনা।স্থানীয়দের কেউ কেউ বলছে মহেশখালীর ধলঘাটার মাছের একটি চিংড়ি প্রজেক্টে ৬ থেকে ১২জুলাই পর্যন্ত আত্মগোপনে ছিলেন সাহেদ।
সেখান থেকে নৌপথে সাহেদ রওনা দেন তার গন্তব্য। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য করো কাছে নাই।এর পরও আলোচনা থেমে নেই।
একই সাথে আলোচনা হচ্ছে কক্সবাজার বা মহেশখালীতে প্রতারক সাহেদকে আশ্রয় দেয়ার মত তার এমন ঘনিষ্ট কে হতে পারে ?
মহেশখালীর স্থানীয় সাংবাদিক রকিত উল্লাহ বলেন, মহেশখালী জুড়ে এখন সাহেদের গল্প। চায়ের দোকান, হাট বাজার সবখানে একটাই আলোচনা সাহেদ মহেশখালীতে কার আশ্রয়ে ছিল?
রকিত উল্লাহ আরও জানান, ধলঘাটার একটি চিংড়ি ঘের ও সাইক্লোন সেন্টারে সাহেদের মত দেখতে একজনকে গত ৬থেকে ১২ জুলাই পর্যন্ত দেখা গেছে বলে স্থানীয়দের মাঝে আলোচনা চলছে।তবে ঠিক কার চিংড়ি ঘেরে সে থাকতো তা জানা জায়নি।এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার র‍্যাব ১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ বলেন,এই ধরনের কোন তথ্য এ পর্যন্ত আমাদের কাছে নাই।স্থানীয়দের উড়ো খবর একবারে উড়িয়েও দেয়া যায় না আবার সত্য বলে ধরে নেয়া যায় না বলে মন্তব্য করেন র‍্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর