সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্বিবিদ্যালয় কলেজে স্থাপনকৃত করোনা আইসোলেশন সেন্টারে রোগি ভর্তি শুরু হয়েছে। রবিবার সকালে এই আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ¦ দিদারুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, আলহাজ¦ মীর কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির পরিচালক ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নাজিম উদ্দিন, সমাজসেবক জসীম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন, অহিদুল আলম, রিপন ও সালাউদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ শাহীন, সাইফুল, আমজাদ, রানা, জাফর, বক্কও, রাশেদ, তুষার প্রমুখ। এই করোনা আইসোলেশনের তত্বাবধানে রয়েছেন চীফ কনসালটেন্ট ডাঃ সাহেদুল ইসলামসহ ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়। অনুষ্ঠানে এমপি দিদারুল আলম বলেন, দেশে করোনা ভাইরাসের পাদুর্ভাবের সাথে সাথে হাতের কাছে চিকিৎসা সেবা পাওয়া জরুরী হয়ে পড়েছে। এ লক্ষে আমি স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে কাজ করেছি। সীতাকুণ্ড সরকারী হাসপাতালের পর এবার ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয়
কলেজে করোনা আইসোলেশন স্থাপন হওয়ায় এই এলাকার মানুষ হাতের কাছে সহজ চিকিৎসা পাবে। তিনি হাসপাতালের সাথে জড়িত চিকিৎসক ও পরিচালকের উদ্দেশ্যে বলেন, এখানে আসা সেবা গ্রহীতার সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। চিকিৎসায় কোন গাফিলতি যেন না হয়। তাহলে হাসপাতালটি সকলের আস্তা অর্জন করে এটি প্রতিষ্ঠার লক্ষ সফল হবে।