৫ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এতে ৫৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলায় ৫১ জন, কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। যার মধ্যে সদরে ৩৬ জন,রামু ৩,টেকনাফ ১,চকরিয়া ৪,পেকুয়া ২, মহেশখালী ৫, সাতকানিয়া ২ ,বান্দরবান ৪ এবং রোহিঙ্গা ১ জন।