কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শ কেজি সরকারি চাউল সহ তিনজনকে আটক করেছে র্র্যাব -পনের। এছাড়া ৯৯টি খালি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত চাউলের মূল্যে এক লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের সোনা আলীর ছেলে এহছান (৩১), পশ্চিম হলদিয়া পালং গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (৩২) ও হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে আবুল কালাম (৫০)।র্র্যাব সূত্রে জানা যায়,উখিয়ার মরিচ্যা বাজারস্হ আল্লাহর দান, মো:এহছান স্টোর গুদাম ঘরে কতিপয় লোক সরকারি ত্রানের চাল মজুদ করেছে। এমন সংবাদের ভিওিতে র্র্যাব পনের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শ কেজি চাউল ও ৯৯টি খালি সাদা বস্তা উদ্ধার করেছে। এসময় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেন। র্র্যাব পনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।এ ব্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন থানায় একটি মামলা রুজু করা হয়েছে।