নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দুই যুবক ৩৮৫০পিস ইয়াবাসহ চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক।
বুধবার (২৪জুন) চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে পৃথক ভাবে ৩৮৫০ পিস ইয়াবাসহ এই দুই মাদক পাচারকারীকে আটক করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত ব্যক্তিরা হলেন, রশিদ আহামেদ (২০) সাং ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। অপরজন ইসমাইল (২০) সাং ঘুমধুম ঘোনারপাড়া, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পরিদর্শক মোজাম্মেল হক ও সহ:উপ পরিদর্শক লুতফর রহমান বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন।