আনোয়ারায় মাস্টার মোহাম্মদ ছবুরের খোঁজ মিলছে না। গত তিনদিনও তার সন্ধান পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এদিকে তাকে না পেয়ে পরিবারের লোকজন হতাশ ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। জানা যায় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়রের ৭ নং ওয়ার্ডের ফকিরখিল এলাকার বাসিন্দা মাস্টার মোহাম্মদ ছবুর (৬১)গত ২২ জুন বিকেলে ওষুধের জন্য নিজ বাড়ির থেকে বের হলে ঘরে আর ফিরেনি। অদ্যাবধি পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বখতিয়ার পাড়া হযরত চারপীর অাউলিয়া ( রহ:) সিনিয়র মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক। স্ত্রী নুরতাজ বেগম জানায় চাতরী চৌমুহনীতে ওষুধের জন্য যান। এরপরে আর বাসায় অাসেনি। গতকাল বুধবার আনোয়ারা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা দুশ্চিন্তায় রয়েছি। অজানা আতঙ্কে ভুগছি।অানোয়ারা থানার ডিউটি অফিসার এসঅাই জুয়েল মুঠোফোনে নিখোঁজের ডায়েরি সত্যতা স্বীকার করে বলেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখচ্ছে।