কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে প্রদত্ত ফলাফলে তাঁর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সাবেক সাংসদের একান্তজন হিসেবে পরিচিত হেলাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গত তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় করোনা টেস্টের জন্য নমুন দেন। আজ শুক্রবার তার করোনা পজিটিভ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান। বর্তমানে তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান হেলাল উদ্দিন।
বদি করোনা পজেটিভ হলেও তার স্ত্রী ঐ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আকাতারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।