কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গত তিনদিনে এক হাজার চারশত কাপড়ের মাস্ক বিতরন করেছেন।এসব মাস্ক বিতরন করায় ছাত্রলীগকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।আজ শনিবার বিকালে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া, রত্নাপালং, কোটবাজার, তেলীপাড়া ও তুলাতলি এলাকায় পাঁচশতাধিক মানুষের মাঝে এ মাস্ক বিতরন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম আজাদ, জাইদুল হক,আরমান খান জয়, জুনাইদ, তাহসিন,মাহফুজ রহমান, সজল শর্মা, সিফাত রহমান,সালা উদ্দীন সাল্লু, মহিউদ্দিন মহি,নুরুল আবছার ও আপেল। এর আগে উখিয়ার পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নে মাস্ক বিতরন করেন।