কক্সবাজারের উখিয়া টাইপালং আদর্শ সমিতির সদস্য মো:ইসমাইল, মো:রমজান আলী ও মো ওসমান গণির মাতা গুলবাহার বেগম মৃত্যু বরন করেছেন।তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর বিদ্রেহী আত্বার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য্য ধারণ করার তৌফিক কামনা করি। উ্ল্লেখ্য গত বুধবার চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেন।