কোমায় থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হবে। এর মধ্যেই সেখানে নেয়ার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। জেষ্ঠ্য এই সংসদ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।
নাসিমকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেয়া হবে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টারে বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন। নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয়ের বরাত দিয়ে তিনি এই তথ্য জানান।
এ বিষয়ে বিপ্লব বড়ুয়া জানান, বুধবার সকালে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেয়ার জন্য সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছে। তবে বর্তমান অবস্থায় নাসিমকে বিদেশে নেয়ার বিষয়ে চিকিৎসকদের মধ্যে সংশয় রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রাজধানীর শ্যামলীর এ বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেয়া পর্যন্ত এ অবস্থাতেই তার চিকিৎসা চলবে। এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছিলো। এরপর ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরবর্তীতে গভীর কোমায় চলে যান নাসিম।