উখিয়ার পাশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের প্রথম করোনা রোগী রশিদা বেগমের মৃত্যু পরবর্তী স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে জানাযার নামায শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।১০ জুন বিকাল ৩টা ৩০ মিনিটের সময় উখিয়ার ঘাটের উত্তর জামে মসজিদের ঈদগাহ মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়।এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,ওসি মোঃআনোয়ার হোসেন,ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃদেলোয়ার হোসেন,ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,এসআই এনামুল হক, নুর মোহাম্মদ শিকদার, শ.ম.গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।জানাযার নামায পরবর্তী করোনায় মৃত্যু নারীর সংস্পর্শে থাকা স্বামীর পরিবার,আত্নীয়, প্রতিবেশীসহ ৫ পরিবারের ২৮ জনকে কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেন ইউএনও সাদিয়া আফরিন কচি।উল্ল্যেখ্যঃমায়ের জানাযার নামাযে ইমামতি করেন কনিষ্ট ছেলে আবদুর রহিম।