কক্সবাজারের উখিয়ার তিনটি ইউনিয়নের বেশ কিছু ওয়ার্ডে চলছে লকনডাউন। বুধবার ১০ জুন ছিল লকডাউনের তৃতীয় দিন। প্রথম দুই দিনের চেয়ে বেশ কড়াকড়ি ছিল। বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করতে দেখা গেছে। দোকান পাট, ভারি যানবাহন, সিএনজি, অটো রিকশা চলাচল বন্ধ ছিল।এছাড়া সিএনজি সংস্হার গাড়ী চলাচল ছিল স্বাভাবিক। বুধবার উখিয়ার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ১৮ টি গাড়ী জব্দ করা হয়। লকডাউনের সময় দোকান খোলা রাখার দ্বায়ে দুই দোকানদার কে চারহাজার টাকা জরিমান করেন ভ্র্যাম্যমান আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার । উল্লখ্য যে, করোনা সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ নাম্বার ওয়ার্ড, পালংখালী ইউনিয়নের ১,৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের (অাংশিক) থাইংখালী ও বালুখালী বাজার এলাকা। এছাড়াও রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন বাস্তবায়নে কঠোর ৮টি নির্দেশনা প্রদান করেন। এ নির্দেশনা ৭জুন রাত ১২টা হতে কার্যকর হয়। আগামী ২১ জুন পর্যন্ত চলবে।