খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ও মোটর সাইকেল চালকদের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় ১৯ মামলায় মোট ১১ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে।