তার আপন ভাতিজা মুজিব উল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি পিএমখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধাওনখালী এলাকার মৃত তোফাইল আহাম্মদের ছেলে। বর্তমানে কক্সবাজার শহরের তারাবানিয়ার ছড়া কবরস্থানস্থ এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। ঈদের পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার তার অবস্থা সংকটাপন্ন হলে ওই হাসপাতালের আইসিইউতে নিয়ে যান। শুক্রবার রাতে তিনি মারা গেছেন।