রামু বজ্রপাতে আহত -৩
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বড় বিল মাদবর পাড়া এলাকায় আজ (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে ২ শিশু সহ একনারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বড় বিল মাদবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
বজ্রপাতে আহতরা হলে উক্ত ইউনিয়নের বিল মাদবর পাড়া এলাকায় মোহাম্মদ জসিম এর স্ত্রী তসলিমা আক্তার (২৬) ও তার শিশু ছেলে মোহাম্মদ তামিম (৩) এবং মোহাম্মদ জয়নালের শিশু ছেলে মোহাম্মদ ইয়াছিন (৪)।
উক্ত বিষয়ে স্থানীয় এলাকার বাসিন্দা মোঃ রশিদ আহাম্মদ জানান ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা আহদের উদ্ধার করে বাইশারী বাজার ডাক্তার সৈয়দ আলমের ফার্মেসিতে নিয়ে আসি,এবং অপর শিশু মোহাম্মদ ইয়াছিনের হাত, পা ও পিট পুড়ে যাওয়াতে তাকে ঈদগড় সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়েছে সবাই চিকিৎসা অবস্থায় রয়েছে।