টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নের শিমলা পুর্বপাড়া গ্রামে বুধবার (৩ জুন) পানিতে ডুবে রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
নিহত ওই শিশু শিমলা পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
জানা গেছে, শিশুটির মা মুক্তা বেগম সাংসারিক কাজে ব্যস্ত থাকার এক পর্যায়ে অজান্তেই ছেলে রাফি খেলতে গিয়ে পার্শ্ববর্তী এক ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন শিশুটির মা মুক্তা বেগম ও পরিবারের সদস্যরা।
এতে অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে শিশু রাফির নিথর দেহ ভেসে উঠলে তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করে।