৯০ বছরের বৃদ্ধের করোনা জয়।
আজ (২ জুন) সকালে রামু আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। রামু আইসোলেশন সেন্টারের ডাক্তাররা জানান, গত ১৬ মে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯০ বছর বয়ষ্ক আবুল কাশেম এর কোভিট-১৯ করোনা পজিটিভ আসে। পরের দিন ১৭ মে ডেডিকেটেড আইসোলেশন সেন্টার রামুতে নিয়ে আসা হয়। সেখানে করোনা যোদ্ধা ডা. নোবেল কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সেবায় তিনি অল্প দিনেই সুস্থ হয়ে উঠেন।
রামু আইসোলেশন সেন্টারের ডাক্তার আবু নাছের জানান, যেখানে কোভিট-১৯ মোকাবেলায় বয়ষ্করা বেশি ঝুঁকিতে রয়েছে। সেখানে পজিটিভ হওয়া ৯০ বছর বয়সী বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া, সুখবর বলে মনে করেন। এজন্য তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিস, রামু উপজেলা স্বাস্থ্য বিভাগ, আইসোলেশন সেন্টার কর্তৃপক্ষ এবং তার সহকর্মী ডা. মানিক, ডা. রিয়াসাদ, নার্স শম্পাসহ সংশ্লীষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।