উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম বলেন, শতভাগ পাশ ও ৩ জিপিএ-৫ নিয়ে উপজেলার শীর্ষে ফারির বিল আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি হতে ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। উপজেলায় দ্বিতীয় অবস্থানে রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা। মাদ্রাসাটি হতে ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। তৃতীয় স্থানে রয়েছে রুমখাঁপালং আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি হতে ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এবং সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৮ জন। ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করে চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে ফাতেমাতুজজোহরা বালিকা মাদ্রাসা। তবে এ মাদ্রাসায় এ প্লাস কেউ পায়িনি। আর ১৫জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন পাশ করে পঞ্চম স্থানে অবস্থান করছে উম্মে সালমা বালিকা মাদ্রাসা। কেউ জিপিএ-৫ পায়নি।