কক্সবাজারে টেকনাফ দমদমিয়া এলাকার পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান সহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্র্যাব পনের। এসময় ঘটনাস্হল থেকে দুই রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গা হলেন টেকনাফ উপজেলার মুচনি রোহিঙ্গা ক্যাম্প -২৬ এর বাসিন্দাশূন্য জকির আহমদের ছেলে শফি আলম (৩০)। আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।