কfক্সবাজারের উখিয়ায় করোনা রোগির সংখ্যা বাড়ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৫৩ জন করোনায় আক্রান্ত হয়। প্রতিদিন করোনা রোগির সংখ্যা বেড়ে যাওয়ার কারনে স্হানীয়দের মাঝে অজানা আতংক দেখা দিয়েছে। করোনায় আক্রান্ত রোগিরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্চে। মঙ্গলবার উখিয়ায় ৬ জন করোনায় আক্রান্ত হয়।এর মধ্যে রাজাপালং ইউনিয়নের ৫ জন। বাকী একজন পালংখালী ইউনিয়নের।
জানা যায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের উখিয়ার ডাক বাংলোর পিছনে ১জন, দক্ষিন পুকুরিয়া ২জন, গরু বাজার ১ জন, জাদিমোড়া ১ জন। বাকী একজন পালংখালী ইউনিয়নের থাইনখালী এলাকার। তবে এদের নাম জানা যায়নি।