উখিয়ার পাশ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরিত উপহার পেয়েছে ইউনিয়নের ১১৭০ পরিবার।
২২ মে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ঘুমধুম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে কর্মহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১১৭০ হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার তুলে দেওয়া হয়।
এসময় ইউপি সদস্য শফিকুল ইসলাম,দিল মোহাম্মদ, মোঃআলম,মহিলা ইউপি সদস্য গণ সাংবাদিক নুর মোহাম্মদ সিকদারসহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃকরোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য প্রণোদনা ঘোষনা করেছে বর্তমান সরকার। করোনাভাইরাস (কোভিড -১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”র উপহার (ত্রাণ সামগ্রী) ৭ম বারের মত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় বরাদ্দ দেন। জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার তত্বাবধানে ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১১৭০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।প্রতি প্যাকেটে ১০ কেজি চাল ,এক কেজি আলু ও আদাকেজি লবণ রয়েছে ।