#পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে
উখিয়া উপজেলা বাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা
ঈদের এই মহিমায় ধনি,গরিব সবার তরে আনন্দ হোক ঘরে ঘরে। নির্খাত ভালবাসায়, সিক্ত হোক নতুন চাঁদের প্রতিটা দিন তাই উখিয়াবাসীকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।মহামারী করোনা পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার আহবান জানাচ্ছি সত্য, সুন্দর, মঙ্গল, পরোপকার হোক আপনার জীবনের পাথেয়। মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হয়ে নির্ধারন করুন দেশমাতৃকার জন্য আপনার করণীয় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সতর্ক থাকি, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সচেতনতা ও প্রতিরোধমূলক পরামর্শগুলি মেনে চলি, সবাই সুস্থ থাকি, নিরাপদ থাকি !
পরিচিতিজনদের সাথে মোবাইল/টেলিফোন/অনলাইনে যোগাযোগ রাখি, একে অপরকে সাহসী করে তুলি। পাশাপাশি সরকারের বিধি নিষেধ মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন,
শুভেচ্ছান্তে- :
নুরুল ইসলাম বিজয়
প্রচার সম্পাদক
সার্চ মানবাধিকার সোসাইটি
উখিয়া উপজেলা শাখা|